lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-23T11:40:55Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

মান্দায় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মা নিহত

Advertisement


 


আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় জায়েদা বিবি (৬৫) নামের এক মা নিহত হয়েছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর গ্রামের মৃত মনসুর রহমানের স্ত্রী।  

নিহতের ছেলে আল মামুন বলেন, ‘আমার ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহিদুল ইসলাম রোববার সকালে প্রসাদপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাদেকুল ইসলামের ইটভাটা এলাকায় দুর্ঘটনায় আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।’

আল মামুন আরও বলেন, ভাই রহিদুলের আহত হওয়ার সংবাদে তাকে দেখতে মা জায়েদা বিবি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিজয়পুর মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ভটভটি ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মান্দা হাসপাতাল হয়ে রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত জায়েদা বিবির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।