Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনায় জুলাই অভ্যুত্থান ২৪ এর গণহত্যা কারীদের বিচার ও দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় আতাইকুলা প্রেসক্লাব মিলন আয়তনে আতাইকুলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সচেতন নাগরিক সমাজের পক্ষে শেখ মোহাম্মদ নবীর উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন কাজী হাসিবুর রহমান রুমি, মোঃ নুরুন্নবী।
লিখিত বক্তব্য তিনি বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রথমেই জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই অবগত আছেন যে, আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুথানে জুলাই বিপ্লবের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যায়। এইরকম সংকটকালীন সময়ে সকল ছাত্র-জনতা এবং আন্দোলনের রাজনৈতিক অংশীজনের পরামর্শে শান্তিতে নোবেল জয়ী বিশ্ব স্বীকৃত ইতিবাচক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তরবর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তরবর্তীকালীন সরকার দেশের আপামর জনতার আশা-ভরসার সরকার। আগামির সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে গ্রাম, পাড়া, মহল্লা, পরিবার এবং ব্যক্তিগতভাবে সকলেরই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজে সার্বিক সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
কয়েকদিন পূর্বে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষণ এবং আওয়ামী সন্ত্রাসীদের রাজনীতির নামে সহিংসতার কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা অনেক সন্ত্রাসীদের স্থাপনা ও বাড়ীঘর ভাংচুর করেছে যাতে অনেকদিনের জমানো নিগ্রহের বহি: প্রকাশ পায়। এর মধ্যে অনেক অতিউৎসাহী, সুযোগ সন্ধানী লোকজন দেশকে অস্থিতিশীল করতে আমাদের সহজ সরল জনতাকে মাঝে মধ্যেই সোসাল মিডিয়াসহ বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, যার ফলে দেশের অনেক জায়গায় বিভিন্ন পাড়া, মহল্লা বা গ্রামে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
এরকম অবস্থা চলতে থাকলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দীর্ঘ মেয়াদি বিশৃঙ্খলা ও নেতিবাচক প্রভাব পরতে পারে।
আপনারা জানেন, বাংলাদেশ নিয়ে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা ধরণের চক্রান্ত এখনও চলমান আছে। এসকল চক্রান্ত্রকারীরা আমাদেরকে উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, সাথে সাথে এই সরকারকে সংস্কার কাজে নানা কৌশলে বাঁধাগ্রস্থ করতে চায়।
আমরা আতাইকুলা এবং আশেপাশের জনগণ আবহমান কাল থেকেই মিলেমিশে একসাথে বসবাস করে আসছি। অতীতে রাজনৈতিক ও পেশিশক্তির কারণে অনেকেই ধ্বংসাত্বক কাজের সাথে জড়িত থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ঘুনে ধরা সমাজটাকে সংস্কার করার লক্ষ্যে এসকল ভাংচুর ও ধ্বংসাত্বক মনোভাব পরিহার করতে হবে। আমাদের সুন্দর এই মাতৃভূমিকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ও সাবলীল করার জন্য দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তবে কোনো কুচক্রী মহল যদি মাদক, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও ধ্বংসাত্বক কাজ করে বা করার চেষ্টা করে, সে যে দল বা মতেরই হোক না কেন ছাত্র জনতা মিলেমিশে তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। আমরা অপরাধীর শাস্তি চাই। তবে ভুল করেও কারো বাড়ীঘর ভাঙচুর বা সম্পদ বিনষ্ট করবো না। আমাদের হাতে সুযোগ এসেছে গড়ার, কোনো কিছু ভেঙে ইতিবাচক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। এরপরও আবশ্যিক কোনো কিছু ভাঙার প্রয়োজন হলে সেটা যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো।
সবশেষে আইন রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে বিগত দিনে এবং জুলাই অভ্যুথানে যারা ধ্বংসাত্বক কাজ, হামলা, খুন/গুমের সাথে জড়িত ছিলো এবং এখনও যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কল্পে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সহযোগিতা করতে চাই।
সাংবাদিক বন্ধুদের ইতিবাচক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রচার করার জন্য অনুরোধ ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সেক্রেটারি ও মোহনা টিভি পাবনা জেলা পূর্ব প্রতিনিধি মোঃ ইকবাল হোসাইন, সাংবাদিক রিপন হোসাইন, মিঠুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।