Advertisement
মাদারগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে যু্ব ঐক্য পরিষদ থানা মোড় এর প্রতিবাদ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাদারগঞ্জ যুব ঐক্য পরিষদ থানার মোড় এর আয়োজনে বালিজুড়ী বাজারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ যু্ব ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র রায় এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ যু্ব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাউসার,সিনিয়র সহ সভাপতি মুসা আলী সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী,হাফিজুর রহমান,রকিবুল ইসলাম রকিব,সাংগঠনিক সোহেল রানা বাবু,আইন বিষয়ক সম্পাদক সুজন মিয়া,দপ্তর সম্পাদক মোঃ মামুন,সহ দপ্তর সম্পাদক এখলাছ আহমেদ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক মিন্টু আহমেদ।