lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-22T12:04:46Z
আইন ও অপরাধ

পাবনায় ডেভিল হান্টে গ্রেফতার-৯

Advertisement


 


সেলিম মোর্শেদ রানা,পাবনা:

পাবনা প্রতিনিধি:- পাবনায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ, পাবনা সদর,ঈশ্বরদী,আটঘরিয়া, বেড়া, আতাইকুলা,ও আমিনপুর থানায় অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, (২২ফেব্রুয়ারি ) শনিবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা সদর  সদর থানার মাধপুর মৃতঃ নূর আলী প্রাং ছেলে মোঃ নাজিম উদ্দিন(৪৮) ঈশ্বরদী সাহাপুর পূর্বপাড়া মৃত জামাত আলী ফকিরের ছেলে আইনুল হক @ আইনুল ফকির (৩৫)আটঘরিয়া বাড়ইপাড়া মোঃ আব্দুল গনির ছেলে মোঃ বকুল হোসেন (২৫) বেড়া হাটুরয়িা র্পুব পাড়া মোঃ সোবহান শেখের ছেলে মোঃ সোহলে রানা, মোঃ বাতনে শেখের ছেলে মোঃ কাদের শেখ (৪৮) মোঃ সাওার মোল্লার ছেলে মোঃ রাব্বি (২৬)

আমিনপুর সিংহাসন,(কান্দাপাড়া) মোঃ রেজাউল প্রাং ছেলে মোঃ সুমন প্রাং (২৬),আতাইকুলা মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) ও আমিনপুর থানার টাংবাড়ী আঃ সাত্তারের ছেলে মোঃ সবুজকে (৪৬) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটকৃতরা প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।