lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-13T09:03:49Z
চিকিৎসা সেবা

দেবীগঞ্জে দেড় হাজার মানুষ পেলো বিনামূল্যে চক্ষু সেবা

Advertisement


 

 সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিনামূল্যে দেড় হাজার মানুষ চক্ষু চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কারিগরি সহযোগিতায় বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। 

চক্ষু শিবিরের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, বাবুল হোসেন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জ সমন্বয়ক ওয়াসিস আলম ও খালিদ মাহমুদ সৈকত।

চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য সচিব মো. খোরশেদ আলম জানান, আশির দশক থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর এক থেকে দেড় হাজার মানুষ এ সেবার আওতায় আসেন। 
এবছর চক্ষু শিবির পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. দিনাই কুমারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। অপারেশন উপযোগী ৬৫ জন রোগীকে দিনাজপুরে নিয়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।