lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-11T11:52:53Z
ব্রেকিং নিউজ

সালথায় কর্মরত ভূমি কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Advertisement


 


বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের কর্মদক্ষতা উন্নয়ন ও সরকারি চাকুরি বিধিমালা সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ১২টায় দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।


উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর সহকারী কমিশনার (আইসিটি শাখা) মো. তন্ময় ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, আপনারা যারা ভূমি অফিসে চাকুরি করেন সকলেই গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করবেন। কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হন। কোন গ্রাহকের বছরের পর বছর যেন না ঘুরতে হয় সেই বিষয় মাথায় রেখে দ্রুত সেবা প্রদান করবেন।