lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-23T14:32:29Z
ব্রেকিং নিউজ

নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা পাবিপ্রবিতে

Advertisement


 

‎পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নাম ও লোগো ব্যবহার করে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎গতকাল (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

‎বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭১তম সভার ৭১.৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা জরুরি আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে পাবিপ্রবিকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

‎এর আগে, ছাত্রদল পাবিপ্রবির নামে তাদের কমিটি ঘোষণা করে এবং ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি করে । এ ধরনের কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।