Advertisement
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
চলতি ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে নওগাঁর পোরশায় ওয়ার্ড পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার নিজ-নিজ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তেঁতুলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চকনারায়ন গ্রামের সাইফুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও ঘাটনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সোমনগর সুতলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। পোরশা থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। আটক দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা রয়েছে এবং শনিবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানান।