Advertisement
নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মুদির ছড়া, বাঁকখালী নদীর মোহনা ও মহেশখালী চ্যানেলে নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২০২৫ চালানো হয়।
২৫ ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত কোষ্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সার্বিক নির্দেশনায় অভিযানে অবৈধ বেহুন্দী জাল ও চরঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মহেশখালী চ্যানেলের মুদির ছড়া, বাঁকখালী নদীর মোহনা'সহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে। যাকেই বেআইনি কার্যক্রমের সাথে পাওয়া যাবে তার বিরুদ্ধেই মৎস্য রক্ষা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।