Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে,এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পলাশবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন,সিনিয়র যুগ্ন আহবায়ক সোয়েব হক্কানি,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান সরকার।
এ সভাটি পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ও জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল সহ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এতে বক্তাগণ আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটায় গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।