Advertisement
বিনা আক্তার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুদ্দুসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কুদ্দুস, যিনি ‘কিলার কুদ্দুস’ নামে এলাকায় পরিচিত, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ভয়ংকর অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদের লাল মিয়ার ছেলে কুদ্দুস রাজনীতির আড়ালে ভয়ংকর সব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। আওয়ামী লীগের শাসনামলে সে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী হামলা, জমি দখল এবং খুন-ধর্ষণের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিলো।
গত বছরের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনায় কুদ্দুসের নাম উঠে আসে। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া, এলাকায় একাধিক ধর্ষণ ও হত্যা মামলায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে কুদ্দুসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে ২৩ ফেব্রুয়ারি নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (২৭ ফেব্রুয়ারি) তাকে রিমান্ডে রায়পুরা থানায় নেওয়া হয়েছে।
রায়পুরা থানার সাব ইনপেক্টর মাসুদ মিয়া বলেন, তদন্ত শেষ হলেই কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।