lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-02T15:36:39Z
আইন ও আদালত

দেবীগঞ্জে অনুমতি ছাড়াই মাটি সংগ্রহ, পাঁচ ইটভাটাকে ৫৫ হাজার টাকা জরিমানা

Advertisement


 


সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি সংগ্রহের দায়ে পাঁচটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান চালানো হয়।


অভিযানের নেতৃত্ব দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।


অভিযানে অনুমতি ছাড়া মাটি সংগ্রহের দায়ে মেসার্স এম.বি.ই ব্রিকসকে ২০ হাজার টাকা, মেসার্স এমএসবি ব্রিকসকে ১০ হাজার টাকা, মেসার্স কেএসবি ব্রিকসকে ১০ হাজার টাকা, মেসার্স ডিবিবি ব্রিকসকে ১০ হাজার টাকা এবং মেসার্স শাহীন ব্রিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারা মোতাবেক ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশের ক্ষতি রোধ ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।