Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
রহস্যজনক ভাবে গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামে জেলা পুলিশের সি সার্কেল অফিসের ও স্থানীয় ধান চাল ব্যবসায়ী রুস্তম আলীর মালিকানাধীন মের্সাস আব্দুল্লাহ ট্রেডার্স এর সামনে থেকে বিদ্যুতের বড় একটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ১২ ফেব্রুয়ারি বুধবার গতরাতে ঘটেছে বলে নেসকো সূত্রে জানা যায় ।
ট্রান্সমিটার চুরির এ বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী নেসকো'র আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ তিনি জানান এ ট্রান্সমিটার চুরির ঘটনায় থানায় এজাহার দায়ের এর প্রস্তুতি চলমান রয়েছে।
উল্লেখ্য ,পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী গাইবান্ধা সড়কের পাশে হতে এ ট্রান্সমিটারটি চুরি হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে নানা সমালোচনা চলমান রয়েছে।