lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-03T14:48:58Z
আইন ও আদালত

সখীপুরে হট টমেটো সস্ কারখানায় অভিযান

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা অর্থ দন্ড দিয়েছে।সোমবার (৩ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে জহির হট টমেটো সস্ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার- চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরণের সরঞ্জামাদি পাওয়া যায়। এবং তাদের কারখানার কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই।


এছাড়া দীর্ঘদিন যাবৎ এ কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস্ তৈরি করাসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করার দায়ে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান। এসময় তিনি এক হাজার লিটার সস্ ধ্বংস করেন। ভোক্তা সংরক্ষণ আইনে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।