lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-01T10:09:06Z
ক্রীড়া প্রতিযোগিতা

গাজীপুরে হাজী মোঃ মুনসুর আলী সরকার একাডেমির বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

Advertisement


 


এম এইচ শাহীন, গাজীপুর: হাজী মনসুর আলী সরকার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে আলোচনা ও পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ইভেন্টের খেলা শেষে এ আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



শুক্রবার সকাল সারে ৭টা থেকে শিক্ষার্থীদের নানা ঐতিজ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে অভিভাবক ও শিক্ষিকাদের অংশগ্রহনে বিষের বালিশ, চেয়ার সেটিংসহ বিভিন্ন খেলা অনুষ্টিত হয়।  



এর আগে খেলা উদ্বোধন করেন, প্রতিষ্ঠান সভাপতি ও অনুষ্ঠান সভাপতি এম এ হালিম সরকার ও সাইফুল ইসলাম সরকার। এতে বিশেষ আকর্ষণ ছিলো বাংলাদেশ যাদুঘর পরিষদের যাদু শিল্পী (সদস্য) এস আর খানের যাদু প্রদর্শন।



প্রতিষ্ঠান প্রধান শিক্ষিকা আকলিমা আঁখি ও সহকারি শিক্ষিকা মেহেরুননেসা মুন্নির সার্বিক সহায়তায় সহকারি শিক্ষিকা সালেহা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন চৌধুরী।



এসময় প্রধান অতিথী তাঁর বক্তব্যে বিগত পতীত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমরা সে সময় এসব প্রাতিষ্ঠানিক আয়োজনে অংশ নিতে পারতামনা, হামলা মামলা দিয়ে হয়রানি করতো। আল্লাহর নির্দেশনায় আজ যুলুম ও যুলুমবাজদের অবসান ঘটেছে। তিনি বলেন শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই। 



মাদক ও কিশোরগ্যাং রোধে শিক্ষক শিক্ষার্থীদের প্রধান অতিথী বলেন, শিক্ষার্থীদের মাদক ও কিশোরগ্যাং রোধে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাছারা অভিভাবকদ ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে কত কার্যদিবস উপস্থিত থেকে সেবিষয়ে সকলের নজর রাখতে হবে। শেষে তিনি খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি পরিবারের সকলের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।



এসময় পস্থিত ছিলেন, বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, স্থানীয় বিএনপি নেতা এ এইচ সিরাজুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, মোস্তাক আহমেদ, আবুল কাশেম, সেলিমসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গরা।



শেষে অতিথীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে প্রতিষ্ঠান ও অনুষ্ঠান সভাপতি এম এ হালিম সরকার শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক ও কিশোরগ্যাং থেকে দূরে রাখতে এমন খেলাধুলার আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।