Advertisement
মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইব্রাহিম মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখযোগ্য যে এবছর ৪৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।