Advertisement
মীর ইমরান-মাদারীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল,দীর্ঘ ষোল,বছর পর মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গঠিত হলো নতুন কমিটি, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের শিবচর উপজেলা নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের,শিবচর উপজেলা কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শুভযাত্রায় অংশ নেন শতশত নেতা কর্মীরা।
মুক্তিযুদ্ধের প্রজন্মদলের শিবচর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হয়েছে মোহাম্মদ কাইয়ুম সরদার,সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সী, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান মিল্টন ও সংগঠনিক সম্পাদক রোকন শরীফ,নবগঠিত কমিটির উদ্যোগে বিশাল এক আনন্দ মিছিলটি,করে নবগঠিত কমিটি।
শতাধিক মোটরসাইকেলের শুভযাত্রাটি শিবচর উপজেলা ভান্ডারী কান্দি ইউনিয়ন থেকে শুরু করে ভদ্রসন,উমেদপুর,শিবচর বাজার একাত্তর সড়ক হয়ে পাঁচ্চর চত্বর গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে নতুন কমিটির সকলকে পরিচয় ও উপস্থিতি নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও মাদবরচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আজমল হুদা ইথু চৌধুরী বলেন,মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটিকে স্বাগতম ও শুভকামনা সেই সাথে নতুন কমিটির প্রতি বলেন এমন কোন কাজ করা যাবে না যেমন চাঁদাবাজি,টেন্ডারবাজি, জোর করে জমি দখলের মত নিকুষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে।
অতিথি বন্দর খোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম দিপু, বলেন, বাংলাদেশ থেকে একটি অভিশাপ বিতারিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই আ,লীগের কোন দোষেরের যায়গা যেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে না হয়। সতর্ক অবস্থানে থেকে আগামীর পথ চলতে হবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব শিবচর উপজেলা যুবদলের মোহাম্মদ শাওন চৌধুরী, সদস্য সচিব শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ মনজিল রহমান শিহাবসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুক্তিযোদ্ধের প্রজন্ম দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।