Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ রাজা বিরাটের ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়দের সমাধিস্থান (Graveyard) দখল মুক্তকরণ ও সরকারী খাস পুকুর দুটি দখল উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবীতে ও ভূমিদস্যু রফিকুল চেয়ারম্যানকে অপসারণের দাবীতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৩ মার্চ রবিবার এ স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়। এসময় বিটিস সরেন (মানঝি প্রধান ) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডা.ফিলিমন বাস্কে সভাপতি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, প্রিসিলা হেমরম, ময়নুল, আ. আজিজ, সুফল, হেমরম,জুলিয়াস সরেন, শ্যামবালা হেমরম, যোয়াস মুরমু, সাহেব মুরমু, অলিভিয়া, অন্জলিসহ আরও অন্যান্যরা ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সরকারি আইন অনুযায়ী জন-স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় ৪ নং রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুলকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে এবং দখলকৃত ১.৪৫ একর এবং .৪৬ একর খাস পুকুর দুটি হতে চেয়ারম্যান রফিকুলকে উচ্ছেদ করে খাস কালেকশন করে পিছিয়ে পড়া স্থানিয় সাঁওতাল জনগোষ্ঠিদেরকে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লীজ প্রদানের জন্যে এবং সেই সাথে ভূমিদস্যু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা তারের নেট দিয়ে ঘেরাও করা সমাধিস্থান অবিলম্বে খুলে দেওয়ার জন্যে এবং সমাধিস্থান থেকে রফিকুল চেয়ারম্যানকে উচ্ছেদের জোর দাবী জানান। গত ৩/০১/২৫ ইং তারিখে ১১টার সময় চেয়ারম্যান রফিকুল কর্তৃক বিটিস সরেনের মাকে মারধর ও ঐরাতে বিটিস সরেনের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনার তদন্ত প্রতিবেদন অতি দ্রুত প্রদান করার জন্যে জোর দাবী জানানো হয়।