Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
গাইবান্ধায় জেলা ও উপজেলা প্রশাসনের পৃথক পৃথক আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
জেলা শহরের জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এদিন ভোর থেকেই গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত বিজয়স্তম্ভ চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরপর পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাসহ একেএকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এসব কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও শিশুপরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অপরদিকে জেলার সকল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।