lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T06:50:46Z
সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে গরুর খামার মালিক ও বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সম্মেলন

Advertisement


 

জামালপুর প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জে গরুর খামার মালিক ও বিএনপি নেতাকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ও  অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ভুক্তভোগী গরুর খামার মালিক নৈদা শেখ এর আয়োজনে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নৈদা মিয়া। এসময় তিনি বলেন,আমি একজন গরুর খামার মালিক। সম্প্রতি আমার একটি গরুকে পানি খাওয়ানোর সময় গরুটির পায়ে আঘাত লেগে পা ভেঙে যাওয়ায়  আমি বুধবার সকালে স্থানীয় মাংস বিক্রেতা এরশাদ বেপারীকে ডেকে গরুটি তার কাছে বিক্রি করে দেই। পরে এরশাদ বেপারী গরুটিকে স্থানীয় বাজারে জবাই করে মাইক মেরে মাংস বিক্রি করেন। এতে  গ্রাহকরা কোন অভিযোগ না করলেও কিছু কুচক্রী মহল অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে এমন কথা সাজিয়ে  কিছু অনলাইন পোর্টালের সাংবাদিককে খবর দেয়। পরে সাংবাদিকরা এসে মাংস বিক্রি করতে বাধা দেন। এরপর আমাকে কল করা হলে আমি সেখানে দুপুরে উপস্থিত হই।  এসময় সাংবাদিকরা আমাকে ফাকা স্থানে ডেকে নিয়ে আমার কাছে টাকা দাবি করলে  আমি টাকা দিতে আপত্তি জানিয়ে আমার বাড়িতে চলে আসি। পরে বিকেলে দেখি আমাকে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন ভাইকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে।  আমার গরুর যে পা ভেঙেছে বা গরু বিক্রি করেছি সেটি মিজান ভাই জানেই না। বিষয়টি আমি মিজান ভাইকে বলিইনি। তার সম্মান ক্ষুন্ন করতে কিছু কুচক্রী মহল  এসব করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপপ্রচারে জড়িতদের বিচার দাবি করছি।