lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-27T05:27:44Z
ইফতার মাহফিল

সুজানগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় সুজানগর পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগরে অডিটোরিয়াম‌ কাম কমিউনিটি সেন্টারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে,প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পাবনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আরশেদ আলম, এডভোকেট আব্দুস সোবহান। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর আব্দুল মোনায়েম সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ছাত্রনেতা গাজী মাজহারুল ইসলাম। দোয়া ও ইফতার মাহফিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।