lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-30T05:43:20Z
ধর্ম

পাবনায় ৬ষ্ঠ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:

পাবনায় ৬ষ্ঠ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ শনিবার পাবনা জেলার কাশিনাথপুর ইউনিয়নের কাবারীখোলা আল নূর জামে মসজিদে কাবারীখোলা যুব সংঘের উদ্যোগে এবং আঃ হামিদ মিয়া- মালেকা বেগম - শাহজাহান আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ৬ষ্ঠ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

বর্তমান যুব সমাজ যেখানে মোবাইল ও নানা রকম নেশায় আসক্ত কাবারীখোলা যুব সংঘের  সভাপতি মোঃ মারুফ হোসেন পলাশ ৬ বছর আগে রমজানে আল নূর জামে মসজিদে এলাকার কোলমমতি শিশুদের নিয়ে এই ভিন্ম ধারার আয়োজন শুরু করে। এই যুব সংঘের প্রতিটি সদস্য সরাসরি উপস্থিত থেকে এই আয়োজন পরিচালনা করেন। 

কাবারিখোলা যুব সংঘের সভাপতি মোঃ মারুফ হোসেন পলাশের সভাপতিত্বে ৬ষ্ঠ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সোয়েব রায়হান দরবেশ। সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায়  ৬ষ্ঠ তম বছরেও উপস্থিত ছিলেন আঃ হামিদ মিয়া- মালেকা বেগম - শাহজাহান আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওমর ফারুক, হাফেজ মোঃ সজিব, হাফেজ মোঃ আলিফ।

পুরো রমজানে কয়েক রাউন্ড বাঝাই পর্ব শেষে ফাইনালে আট জন মনোনীত হয়। এদের মধ্যে থেকে প্রতিযোগিতায়  ১ম  হয়েছে মোঃ রহমত উল্লাহ, ২য় হয়েছে আবু হুরাইরা, ৩য় হয়েছে মোঃ আজিম ফকির।