lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T07:39:24Z
আইন ও অপরাধ

টাঙ্গাইলের মির্জাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতি

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) রাতে গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।


জানা যায়, মির্জাপুর উপজেলায় প্রতি শনিবার কাইতলা গরুর হাট বসে। এ হাটটি দেশের অন্যতম একটি বৃহত্তর হাট। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা নয়াপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ নিয়ে ওই গরু ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাথারি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।


এরপর ডাকাতদল প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ভয় দেখিয়ে সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়। পরে আর খুঁজে পাওয়া যায়নি।


এদিকে,ডাকাতির পর দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।


এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন- খবর পেয়ে দ্রুত পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের একাধিক টিম জড়িতদের গ্রেফতারে কাজ করছে।