Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে প্রায়াত ম্যাজিস্ট্রেট আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার চুনাখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ম্যাজিস্ট্রেট আল আমিন স্মৃতি সংসদের আহবায়ক রাশিমুল হক রিমনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রায়াত ম্যাজিস্ট্রেট আল আমিনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাসেম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম, শিক্ষক আব্দুল বারী, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান, শিক্ষক তৌহিদুল ইসলাম কাশ্মীর ও মাহমুদুল হাসান রেজা প্রমুখ।
ওই অনুষ্ঠানে এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট আল আমিন স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক রাশিমুল হক রিমনকে আহবায়ক করে ৯ সদস্য কমিটি গঠন করা হয়।