lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-09T09:42:27Z
ব্রেকিং নিউজ

আমতলীতে যুবলীগ নেতার অত্যাচারের বিচার চেয়ে মানববন্দন

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক  ভুমিদস্যু আবু তালেব গাজীর  অপকর্মের  প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন করেছেন । 

রবিবার (৯ মার্চ) বেলা ১১ টায় আমতলী সদর ইউনিয়নের শারিকখালী গ্রামের ৪ নং ওয়ার্ডের  বাসিন্দা ভুক্তভোগী মোঃ মনির খলিফার সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, মোঃ আলতাফ খলিফা, মোঃ আনোয়ার খলিফা, মোঃ হানিফ মৃধা, মোসাঃ রিনা বেগম, শাহনাজ বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন চলাভাঙ্গা গ্রামের ভুমিদস্যু একাধিক মামলার আসামি আবু তালেব গাজী আমাদের নিজ জমিতে খলিফা মৎস্য খামারে গিয়ে চাঁদাদাবি করে। চাঁদা না দেওয়ায় ভূমিদস্যু আবু তালেব গাজীর নেতৃত্বে গত ৮ মার্চ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। এসময় মনিরুল খলিফার সাথে থাকা গরু ক্রায়ের জন্য ৫০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।এছাড়া বক্তারা আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় তালেব গাজী ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন করছেন। তার ক্ষমতার কাছে আমরা অসহায় ছিলাম। এমনকি এই তালেব গাজী গংরা আমাদের ক্ষেতের মুগডাল ও নষ্ট করে দিয়েছে। ৫ আগষ্টের পর ও তালেব গাজী পূর্বের মত অপকর্ম করে বেড়াচ্ছেন। ভুক্তভোগিরা যুবলীগ নেতা তালেব গাজী গংদের হাত থেকে বাচার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন। 

 এ বিষয় যুবলীগ নেতা তালেব গাজী মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন অভিযোগ পেলে অঅইনগত ব্যবস্থা নেওয়া হবে।