Advertisement
বরগুনা প্রতিনিধি:
মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার পথে ইজিবাইকের চাপায় হাবিবা আক্তার (৭) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার মোমেশাপাড়া গ্রামে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার মোমোশাপাড়া গ্রামের ছালাম মুসুল্লীর মেয়ে ওই গ্রামের আশ্রাফুল উলুম হাফিজি মাদ্রাসায় নাজেরা বিভাগে লেখাপড়া করে। রবিবার মাদ্রাসা ছুটি শেষে বাড়ী ফিরছিল। পথিমধ্যে একটি ইজিবাইক শিশুটিকে চাপায় দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্বজনরা দ্রæত শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেছেন।
নিহত শিশুটির মামাতো ভাই এইচএম হাসিবুর রহমান বলেন, মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে একটি ইজিবাইকের চাপায় হাবিবা নিহত হয়েছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, শিশুটির পরিবারের কোন অভিযোগ নেই। শিশুটিকে পরিবারের লোকজন নিয়ে গেছেন।