Advertisement
আলমগীর কবীর হৃদয়, পাবনা:
দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজনে গত ৬ মার্চ বিকেল ৪ টায় কথাসাহিত্যিক মোখলেস মুকুল এর বঙ্গালী ভইলী ও বাইশ শ বাইশ উপন্যাসের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল ৫৬ নম্বর সমবায় মার্কেট দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সঞ্চালনায়, কথাসাহিত্যিক ডাঃ মোখলেস মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাহিত্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথার এর লেখক কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার,দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস এম মাহবুব আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কবি এম আব্দুল হালীম বাচ্চু,চলচ্চিত্রকার কবি ও ছড়াকার দেওয়ান বাদল,কবি আদ্যনাথ ঘোষ,শিক্ষাবিদ প্রফেসর জামাল উদ্দীন,কবি ইদরিস আলী মধু, উত্তরণ পাবনার যুগ্ম সম্পাদক মোঃ রুদ্র বিশ্বাস, সহ সভাপতি প্রাবন্ধিক মাসুদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ,সাহিত্যে সম্পাদক নীলিমা নীল, অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশী, সদস্য কবি ও সাংবাদিক হুমায়ুন কবীর, মহিলা সম্পাদক আসমা আক্তার খুকী, দীপালয় সম্পাদক মোঃ রিপন হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কবি পলাশ আব্দুল্লাহ,প্রচার সম্পাদক কবি মিম ফয়সাল,সদস্য সিরাজ মাহমুদ,কবি সাংবাদিক ও সংগঠক শফিক আল কামাল,কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, নোঙ্গর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক মোবারক হোসেন,কবি জুলফিকার কবিরাজ, মোহাম্মদ বেলাল হোসেন, সরকারী শহীদ বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আশরাফ রিপন, কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি ও গবেষক ওয়ান মিনিট টিভির প্রতিষ্ঠাতা ড.মনসুর আলম, এটিএম ফজলুল করিম,উদাশ আব্দুল্লাহ, মিসেস মান্নান সরকার, শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল, সাথী আক্তার, মোছাঃ শাপলা খাতুন,মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।