lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-28T18:17:16Z
আইন ও অপরাধ

শিশুর গলায় ছুরি ধরে লুটে নিলো ঈদ বাজারের টাকা ও স্বর্নালংকার

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

বরগুনচর আমতলীতে ৭ বছরের শিশু ইমাম হোসেনের গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদ বাজারের ৭ হাজার টাকা ও এক ভড়ি স্বর্নালংকার লুটে নিয়েছে ডাকাত দল। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে। 


জানাগেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করেন। বাড়ীতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে বাড়ী থাকেন। কিছুদিন আগে ঈদ বাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান।বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্নালংকার না দিলে ডাকাতরা শিশু ছেলেকে হত্যার হুমকি দেয়। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তার কানে পরিহিত স্বর্নের দুল খুলে দেয়। পরে ডাকাত দল ঘরের ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায় বলে দাবী করেন লিপি বেগম। ডাকাতি শেষে যাওয়ার সময়  এ বিষয়ে বাড়াবাড়ি করলে আবার এসে হত্যা করবে বলে হুমকি দেয়। 


লিপি বেগম বলেন, ঘরের পিছনের দরজা ভেঙ্গে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গহনা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানে পরিহিত দুল খুলে দেই। পরে তারা ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার টাকা ও এক ভড়ি স্বর্নালংকার নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতদল যাওয়ার সময় হুমকি দেয় এ বিষয়ে বাড়াবাড়ি করলে পরের দিন এসে হত্যা করবে। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।