lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T05:03:51Z
ব্রেকিং নিউজ

পাবনায় ছেলেকে কাজে যেতেন বলায় ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা

Advertisement


 


সুজানগর ও সাঁথিয়ায় (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়।

এব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও পরিদর্শন করেছি। ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেফতার চেষ্টা চলছে।