lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-07T02:15:47Z
সংবাদ সম্মেলন

মহেশখালীতে ব্যবসায়ী শাহাদাতের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেনের বিরুদ্ধে কতিপয় সমন্বয়ক পরিচয় দানকারী ব্যক্তি প্রশাসন ও গণমাধ্যমকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। 

 

৬ ই মার্চ (বৃহস্পতিবার) বিকালে কুতুবজোম আল কুরআন একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ব্যবসায়ী শাহাদাত এবং সমন্বয়ক পরিচয়দানকারি তাহমিদ দুজনই পরস্পর আত্মীয়। তাদের মাঝে শাহাদাতদের ক্রয়কৃত একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়েছে যা একেবারেই সমাধানযোগ্য এবং তুচ্ছ ঘটনা। এটি নিয়ে দেওয়ানী আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এই তুচ্ছ ঘটনাক কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাতকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে গণমাধ্যম ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাকে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে। ব্যবসায়ী শাহাদাত এলাকার দুঃস্থ অসহায় গরিব মানুষদের মাঝে লক্ষ লক্ষ টাকার মানবিক অনুদান ও ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নির্মানে আর্থিক সহায়তা করে থাকেন। কুতুবজোম আল কোরআন একাডেমী'সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বহু স্কুল কলেজ মাদ্রাসা ও এতিমখানায় তার প্রাতিষ্ঠানিক অনুদান রয়েছে। এমন একজন পরোপকারী ও দানবীর ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার চালানো নিজ এলাকারই লজ্জা জনক বিষয়। তাই আমরা এলাকাবাসীরা এই অপপ্রচারের নিন্দা ও এসবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলার কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শফি, যুগ্ন-আহবায়ক আব্দুর রহিম, খোন্দকারপাড়া জামে মসজিদের সাবেক খতিব মাওলানা খাজা আহমেদ, খোন্দকার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোজাম্মেল হক, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রাহমত উল্লাহ, ব্যবসায়ী হেলাল উদ্দিন'সহ এলাকার সাধারণ জনতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


লিখিত বক্তব্য প্রদান শেষে মাওলানা এমদাদ আরও বলেন ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান।