lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T13:38:03Z
আইন ও অপরাধ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া পিকআপ গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়ন থেকে পিকআপ গাড়ি চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোরের দেয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে চোরাইকৃত পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৩ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ১৮ মার্চ রাত অনুমান সাড়ে আটটার দিকে পিকআপ গাড়ীর চালক মো. সোহেল মিয়া ওরফে রমজান উপজেলার সিন্দুরখান বাজারে তারাবির নামাজ পড়ার জন্য বাজার জামে মসজিদের সামনে পিকআপ গাড়ী বন্ধ করে মসজিদে যান। নামাজ শেষে মসজিদ হতে বের হয়ে দেখতে পান যে, তার পিকআপ গাড়ীটি নেই। অজ্ঞাতনামা আসামীরা পিকআপ গাড়ীর লক ভেঙ্গে গাড়ীটি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে পিকআপ গাড়ির চালক মো. সোহেল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর চোরাইকৃত পিকআপ গাড়ি উদ্ধার ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশের একটি টিম কাজ শুরু করে। নানাভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসারসহ শনিবার (২২ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তুরুক মিয়ার ছেলে গাড়ী চোর মো. তোফায়েল মিয়াকে (২৬) গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোফায়েল গাড়ি চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রাকি গ্রামের আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রাম)  জনৈক ফজর আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর হইতে চুরি হওয়া পিকআপ গাড়ী (মাহিন্দ্রা বলেরো মেক্সি ট্রাক) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।