lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-06T15:37:53Z
গ্রেফতারমাদক

শেরপুরে র‍্যাবের অভিযানে ৩২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী থানার শালচুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।


গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে র‍্যাব সদস্যরা ঝিনাইগাতী বাজারস্থ শালচুড়া থেকে শেরপুর গামী পাকা রাস্তার পাশে ‘‘ডাচ-বাংলা ব্যাংক পিএলসি” অফিসের সামনে অভিযান চালায়। এ সময় মোঃ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শালচুড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম মোঃ আঃ রাজ্জাক।


গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য  ৮৫,০০০ টাকা।


র‍্যাব সূত্রে জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


আজ দুপুরে র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে।