Advertisement
নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পৌরসভার কেকে পাড়া এলাকায় ব্যানার টাঙিয়ে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ করার আদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী জমি পরিদর্শনে এসে এ নিষেধাজ্ঞা দেন।
এতে বলা হয় নিম্ন তপশীলোক্ত জমি ভি.পি মামলা নং-১৬৬১৯৬৯-৬৯ ইং মূলে "ক" তপশীলভুক্ত ভি.পি সম্পত্তি হয়। উক্ত জমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। আইন অমন্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তপশীল: জেলা: কক্সবাজার, উপজেলা: টেকনাফ, মৌজা: টেকনাফ আরএস দাগ নং: ৫৫৬০, ৫৫৬৪, বিএস দাগ নং: ৪৫৩, ৪৫৪, দিয়ারা খং নং: ২০৭, দিয়ারা দাগ নং: ৯২৫, জমি: ০.১২০০ একর।
এদিকে উক্ত সংবাদ প্রচারের জন্য ছবি ভিডিও করতে গেলে কেকে পাড়ার শওকত আলী, লিয়াকত আলী, আশরাফ আলী, তৈয়ব আলী সাংবাদিক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া করেন।
এসময় ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বাংলাদেশ নৌবাহিনীকে অবগত করতে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।