lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-15T06:33:51Z
ইফতার মাহফিল

মহেশখালীতে সব সময় নিউজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

নুরুল করিম, মহেশখালী, প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সব সময় নিউজের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


এতে মহেশখালী'র উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, সিংহভাগ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টা থেকে সব সময় নিউজের সম্পাদকীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।


সাংবাদিক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন.. মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সব সময় নিউজের সম্পাদক সাংবাদিক আবুল বশর পারভেজ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশন ভূমি দীপক ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন- মহেশখালী থানার সেকেন্ড অফিসার এনায়েত কবির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচএম ইউনুস, শাপলাপুরের বিশিষ্ট সমাজসেবক এডঃ আব্দুল গফুর মানিক, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রশিদ,মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজিব, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ, আজিজ সিকদার, যুবদল নেতা আ.শ.ম জাহিদুল হক নাহিদ, যুবদল নেতা মকসুদুল হক নিরু, পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন মন্জু, দানবীর ও সমাজসেবক শাহাবুদ্দিন, সাংবাদিক আব্দুস সালাম কাকলী, আব্দুর রশিদ, সিরাজুল হক সিরাজ।


আরও উপস্থিত ছিলেন- উপজেলা কমান্ডার আমজাদ হোসেন, সার্ভেয়ার ওসমান সরওয়ার, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলমগীর চৌধুরী, মাষ্টার নাছির উল্লাহ খান'সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন.. রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস। রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। সাংবাদিকতার মাঝেও একধরণের তাকওয়া রয়েছে। বাংলাদেশে সংবাদমাধ্যমগুলো সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে।আমাদের দেশে একই ঘটনার সংবাদ বিভিন্নভাবে হয়, অনেক ভুল তথ্য প্রকাশ করা হয় কিন্তু প্রকৃত সত্য তুলে ধরে খুব কম সাংবাদিক সংবাদ করেন। সাংবাদিকদের সকল প্রতিবেদন তথ্যমূলক, অনুসন্ধানমূলক হতে হবে, তাহলেই বাংলাদেশকে আপনারা সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। 


এতে আলোচনা শেষে দক্ষিণ পুটিবিলা জামে মসজিদের খতিব মাওলানা আনছারুল হক মোনাজাত পরিচালনা ও ইফতারে সময় মধ্যেই দিয়ে সকলে ইফতারে অংশ নেন।