lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-24T14:06:28Z
ব্রেকিং নিউজ

সরকারী চাল লুটের সংবাদ প্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা গণমাধ্যমকর্মীদের নিন্দা ও প্রতিবাদ

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। 



গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে ২৩ মার্চ রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার  নির্দেশ দিয়েছেন। 



জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে উক্ত বরাদ্দকৃত চাল টোকেন অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। দুপুর আড়াইটার দিকে চাল বিতরণের শেষ পর্যায়ে কিছু লোকজন বিতরণস্থল উদাখালী ইউপির চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি করে। এসময় উপস্থিত লোকজন তাদের সাথে গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুট করে।



স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহমেদ ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান তার অনুগতদের দিয়ে জনতাকে গুদামের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।



সাংবাদিক মজিবর রহমান জানান, প্রত্যক্ষদর্শী, উপকারভোগী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তিনি সেদিনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ ও তার অনুসারীরা ত্রাণের চাল আত্মসাৎ করেছেন। এই খবর প্রকাশের পর থেকেই তাকে চেয়ারম্যান আল আমিন ও তার লোকজন নানাভাবে  হুমকি ও ভয়ভীতি দেখান। শেষ পর্যন্ত মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে।



স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা মামলা থেকে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমানকে অব্যাহতি দিতে হবে এবং তদন্ত করে চাল লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।