lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-11T12:01:25Z
আইন ও অপরাধ

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী নোয়াখালি থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে অপহরণের ৪২ দিন পর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০) মার্চ দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতাকে উদ্দার ও অপহরণকারী মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও অপহৃতার পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের গত ২৬ জানুয়ারি বিকাল ৪ টার দিকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামস্থ নিজ বাড়ির রাস্তা হতে সহযোগিদের নিয়ে অপহরণ করে একই উপজেলার দক্ষিণ উত্তরসুর গ্রামের হবিব উল্যার ছেলে আবু সুফিয়ান (২২)। এ ঘটনায় অপহৃতা কিশোরীর মা বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সোমবার (১০) মার্চ দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের একটি বাড়ি থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গত ২৬ জানুয়ারি বিকাল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ উত্তরসুর গ্রামের হবিব উল্যার ছেলে আবু সুফিয়ান সহযোগিদের সহায়তায় এক কিশোরীকে অপহরণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর অপহৃতা কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তৎপরতা শুরু করে। সোমবার (১০) মার্চ দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় আবু সুফিয়ান ও অপহৃতার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গণিপুর গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ মার্চ) অপহরণকারী আবু সুফিয়ানকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।’