lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T04:03:27Z
ইফতার মাহফিল

বিমল সরকারের "খুঁজে বেড়াই" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): প্রখ্যাত কবি বিমল সরকারের নতুন কাব্যগ্রন্থ "খুঁজে বেড়াই"-এর মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) "কালের চিঠি" অনলাইন নিউজ পোর্টাল ও প্রকাশনীর উদ্যোগে গাইবান্ধার তুলসীঘাটে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।



অনুষ্ঠানের শুরুতে কবি সরোজ দেব ও সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক মশিহার রহমান খান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির নতুন কাব্যগ্রন্থের প্রকাশ উদযাপন করা হয় এবং ইফতার মাহফিলে আগত অতিথিরা মিলিত হন।



অনুষ্ঠানের সভাপতি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাসরিন রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহ-সভাপতি শাহ্ মো. আবু আউয়াল রিজু, সাধারণ সম্পাদক শামীম সরকার, কোষাধ্যক্ষ শিমুল কর এবং এনটিভি অনলাইনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান ফিলিপস্।



এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সাকির হায়দার পিয়াস, কালের চিঠি প্রকাশনীর সম্পাদক ওয়াজেদ হোসেন জ্বীম, কালের চিঠি নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক তাসলিমুল হাসান সিয়াম, বার্তা সম্পাদক শামসুর রহমান হৃদয়, রায়হানুল ইসলাম কাজল, সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।



অনুষ্ঠানে বক্তারা কবি বিমল সরকারের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তার নতুন কাব্যগ্রন্থ পাঠকদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন।