lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-03T09:31:23Z
সড়ক দুর্ঘটনা

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১৮

Advertisement



ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন চা শ্রমিক। সোমবার (৩ মার্চ) সকালের দিকে উপজেলার ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নের ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান কারখানার সামনে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিনলে টি কোম্পানির আমরাইল ছড়া চা বাগানের শ্রমিক সাধন দাসের ছেলে বিশাল দাস (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (২২)। নিহত ও আহতরা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর এলাকায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-মৌলভীবাজার  আঞ্চলিক মহাসড়কের ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় শ্রমিকবাহী পিকাপ (সিলেট মেট্রো-ন-১১-০১৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল অফিসার সম্রাট কিশোর পোদ্দার বলেস, 'সোমবার সকাল ১১টার দিকে দুর্ঘটনায় আহত ২০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বাকিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।'

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, 'শ্রীমঙ্গলে দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে ৬ জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত পিকাপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।'