lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-28T04:27:46Z
ইফতার মাহফিল

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Advertisement


 

রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুর রহমান লাবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।


সংগঠনটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাসের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের কঠিন সময় আগেও ছিল এখনও যাচ্ছে। সংবাদ পরিবেশন করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেকেই হামলার শিকার হচ্ছেন। তাই সামনের দিনগুলোতে সকল গণমাধ্যমকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।


ইফতার ও দোয়া মাহফিলে সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর শহরের মদিনা তুল উলুম হাফিজিয়া ক্বওমি মাদ্রাসার হাফেজ ক্বারি হেলাল উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সদস্যরা সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।