lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-10T14:55:30Z
আইন শৃঙ্খলা

শার্শায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Advertisement


 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির।



এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু,উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।