Advertisement
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বাঘা উপজেলার সরেরহাটে ঐতিহ্যবাহী পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গঙ্গাস্নান। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রৈয়দর্শীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) গঙ্গাস্নানকে কেন্দ্র করে পদ্মা নদীর তীরে ভক্ত-পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। নদীর উভয়পাশে বসেছে লোকজ মেলা।
পবিত্র স্নান শেষে ভক্ত-পুণ্যার্থী প্রীতিলতা দাস বলেন, প্রতিবছরই এই গঙ্গাস্নানে আমরা আসি। এবারও এসেছি। নদীতে পুণ্যস্নান করার পর আমরা ভগবানের নিকট প্রার্থনা করেছি, নিজের জন্য ও পরিবারের মঙ্গলের জন্য। এ ছাড়া দেশের সকল মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
ভক্ত বিকাশ সরকার বলেন,নদীর তীরে অনেক ভক্ত তাদের পিতামাতার স্মরণে তিথি শ্রাদ্ধসহ পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করছেন। প্রয়াত বাবা-মা যেন স্বর্গবাসী হন এই প্রার্থনা করছি।
এ ব্যাপারে নদীর তীরে পারলৌকিক ক্রিয়াদি (তর্পন) সম্পন্নের কাজে নিয়োজিত পুরোহিত জানান, এই তর্পনাদী (পারলৌকিক ক্রিয়াদি) সম্পন্ন কারলে মাতৃপক্ষ এবং পিতৃপক্ষ জলপিণ্ড পেয়ে ইহলোকে থাকা তাদের সন্তানদের আশীর্বাদ করে থাকেন।
এদিকে গঙ্গাস্নানকে কেন্দ্র করে নদীপাড়ে বসেছে লোকজ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই হাওয়াই-মিঠাইসহ হরেক রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। আজ সন্ধ্যা পর্যন্ত এই লোকজ মেলা চলবে।
অপর দিকে বি এন পি নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টর ভাইস চেয়ারম্যান বাঘা চারঘাট ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী রমেশ দত্ত গঙ্গাস্নানে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্টের বাঘা থানার সভাপতি তাপস কুমার সাধারণ সম্পাদক বিধান সরকার, নয়ন,কিরন,সুমন,সুফল,রনি,কৃত্তিবাস বিশ্বজিত,রন্জন সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ। শ্মশান কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ এবং সম্পাদক সত্যেন্দ্রনাথ ও নিরেন সরকার সহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ।
মন্দির কমিটির পুরোহিত গঙ্গা পূজা অনুষ্ঠানটি পরিচালনা করেন।