lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-01T21:37:43Z
ধর্ম

সুজানগরে মাহে রমজান কে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

Advertisement


 


এম মনিরুজ্জামান,পাবনা: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আয়োজনে ,এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।


 র‌্যালিতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।


মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমির পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।


এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, সেক্রটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর শাখার আমীর রফিকুল ইসলাম প্রমুখ।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহবান জানান। 


তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।

মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পরে মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখাসহ বিভিন্ন প্রকার স্লোগান দেওয়া হয়।