Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
মিলন হোসেনের লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুরের বিট বাজার এলাকায় মিলন হোসেনের লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুরের বিট বাজার ঠাকুরগাঁওয়ে অপহৃত মিলন হোসেনের লাশ উদ্ধারের পর অভিযুক্ত একজনের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় এক মাস আগে অপহৃত হয়েছিলেন মিলন হোসেন (২৩)। গত ১৯ মার্চ বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুরের বিট বাজার এলাকা থেকে মিলনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। বিষয়টি জানাজানি হলে ২০ মার্চ বৃহস্পতিবার ভোরে মিলনের এলাকার লোকজন এসে বিট বাজারের ঐ বাড়িতে ভাঙচুর শুরু করেন। প্রথমেই বাড়ির জানালা–দরজা ভেঙে মালামাল লুট করা হয়। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঐ বাড়িতে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। ভেতরে গিয়ে দেখা যায়, বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে কয়েকটি দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। উঠানের গাছপালাও কেটে ফেলা হয়েছে। অনেকে দেয়ালের ইট খুলে নিয়ে যাচ্ছেন। গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। তাঁদের কেউ নাম–পরিচয় বলতে রাজি হননি। ইট খুলে নেওয়ার কারণ জানতে চাইলে তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখিমোনি।’ এ সময় তিনি অন্যদের উদ্দেশে বলেন, ‘তোমরা সব মাটিত মিশায় দেও। খুনির নামনিশানা রাখিবোনি।’
মিজানুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত মিলনের বাড়ির এলাকার লোকজন এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। বাড়ির মালামাল লুটপাট করতে তাঁদের সঙ্গে এই এলাকার লোকজনও যোগ দিয়েছেন। এ বিষয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, মানুষের ঢল এসে ঐ বাড়িতে হামলা চালান। এরপর তাঁরা আগুন দেন। তাঁদের সামলানো সম্ভব হয়নি।