Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জের দাসপাড়া এলাকায় একই পরিবারের তিন ভাই তাদের নিজ নিজ বাদাম ক্ষেতে সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে কে আগে দেবে আর কে পরে দিবে এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষে পরিণত হয়। এসময় ছোট ভাই নয়নের ধারালো অস্ত্রের আঘাতে বড়ভাই আশরাফুল ইসলাম (৩৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ২৬ মার্চ সকালে ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ।
এলাকাবাসীর সুত্রে যানাযায়, বাদাম ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আফজাল মাস্টারের তিন ছেলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, তর্ক বিতর্কের একপর্যায়ে ছোট ছেলে নয়ন ইসলাম (৩০) ধারালো অস্ত্র দিয়ে বড় ছেলে আশরাফুল ইসলাম (৩৫) এর মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশেপাশের লোকজন দৌড়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এসময় মাথায় আঘাতপ্রাপ্ত গুরুতর জখম অবস্থায় এলাকার লোকজন আশরাফুলকে এ্যাম্বুলেন্স যোগে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেন।