lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-20T16:18:40Z
আত্মহত্যা

ঝিকরগাছায় কিশোরের আত্মহত্যা, কারণ মোবাইল আসক্তি

Advertisement


 


জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সাত টার সময় নিজ কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।


নিহত জিহাদ হোসেন মৃত ফারুক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জিহাদ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা নিয়ে তার মায়ের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, এ কারণে সে হতাশায় পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়।


ঘটনার দিন সকালে প্রথমে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মোশারফ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।


ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান বাবলুর রহমান খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করেন, কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হওয়া জরুরি, বিশেষত মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য।