Advertisement
নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জেটিঘাটে সম্যাসা, সামাজিক বিচ্ছিন্নতায় আত্মহত্যা প্রবণতা রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি ইউএনও হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন..উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মুহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট জিয়াদ কবির, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাদেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), শামসুল আলম, মহেশখালী প্রেসক্লাবে সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, মহেশখালী অনলাইন প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ হোবাইব, ফায়ার সার্ভিসের প্রতিনিধি'সহ ইউপি চেয়ারম্যানগণ, স্কুল/কলেজ প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।