lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-10T15:09:54Z
আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস

বরগুনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় র‍্যালী, দূর্যোগকালীন মহড়া ও মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।


সোমবার (১০ মার্চ) দুপুরে কালেক্টরেট স্কুল মাঠে জাগোনারীর সহযোগিতা জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। 


এতে জাগোনারীর স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন। 


এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক সফিউল আলম, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 


এছাড়াও বিকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে খাকদোন নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধের দাবীতে এবং ফুলঝুড়ি ইউনিয়নের পরিষদ সংলগ্ন এলাকায় ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডে সাইক্লোন সেল্টার না থাকায় ওই ওয়ার্ডগুলোতে দ্রুত সাইক্লোন সেল্টারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


গৌরিচন্নায় মানববন্ধন কর্মসূচিতে ইউপি সদস্য মো. রাসেল এবং ফুলঝুড়িতে প্যানেল চেয়ারম্যান মো. নাসির মিয়ার সভাপতিত্বে স্থানীয় এলাকাবাসীসহ এসিটি প্রকল্পের সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা অংশ নেয়।