Advertisement
বরগুনা প্রতিনিধি:
সু-সম্পর্ক মানবকল্যাণ সোসাইটি এবং কলাগাছিয়া বাজার স্বেচ্ছায় রক্তদান সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সু-সম্পর্ক মানবকল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ বন্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজ মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক আকন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. আব্দুল ওহাব মিয়া, মাওলানা সবুব হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্যাদা, ইউপি সদস্য কাওসার আকন, সহকারী শিক্ষক মিরাজ প্যাদা, মিলন ঘরামী, সমাজসেবক ছালাম মৃধা, আবুল কালাম মোল্লা, প্রিন্স মাহমুদ, তরিকুল ইসলাম নজরুল, নাজমুল ইসলাম ও পিএম সুজন রানা প্রমুখ।
ওই সভায় দুই’শত ৩০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।