lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-08T06:47:27Z
কমিটি গঠন

বিএনপি কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটি গঠন

Advertisement


 


মো: আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ  

শেরপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক পরিচালিত  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর জেলা আহবায়ক  কমিটি  আজ বুধবার ইফতারের পর ঘোষণা হয়েছে।



(ডিইএব) কমিটির শেরপুর জেলা নব-নির্বাচিত  আহবায়ক জনাব,মো:প্রকৌশলী কাওছার আহমেদ (সুমন),সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো:এমদাদুল হক(ইভান),যুগ্ম আহবায়ক প্রকৌশলী আসিফ মাহমুদ তপু,যুগ্ম আহবায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক  প্রকৌশলী সারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক প্রকৌশলী ফয়সাল ইবনে ফিরোজ,যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোরাদ হোসেন,যুগ্ম আহবায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,প্রকৌশল জনাব মো: খোরশেদ আলম সদস্য সচিব,সিনিয়র যুগ্ম সচিব প্রকৌশলী তরিকুল ইসলাম শ্রাবণ,যুগ্ম সচিব প্রকৌশলী হান্নান সরকার,যুগ্ম সচিব প্রকৌশলী আজহারুল ইসলাম  সাদ্দাম,যুগ্ম সচিব প্রকৌশলী শাখাওয়াত হোসেন,যুগ্ম সচিব প্রকৌশলী সাইদুর রহমান,যুগ্ম সচিব প্রকৌশলী সবুজ আহমেদ,যুগ্ম সচিব প্রকৌশলী মেহেদী হাসান শওকত।


সদস্য সাংগঠনিক প্রকৌশলী জনাব মো: হাসমত আলী টিটু, প্রকৌশলী মো:কামারুজ্জামান জামান(সদস্য),প্রকৌশলী হুমায়ুন কবির হিমেল(সদস্য),প্রকৌশলী উজ্জ্বল মিয়া(সদস্য),প্রকৌশলী খোরশেদ আলম(সদস্য),প্রকৌশলী সাদ্দাম হোসাইন সাইদী (সদস্য),প্রকৌশলী এনামুল হাসান,(সদস্য),প্রকৌশলী আকাশ হোসাইন(সদস্য), প্রকৌশলী রাকিবুল হাসান রাজীব (সদস্য),প্রকৌশলী আবুল কালাম আজাদ(সদস্য),প্রকৌশলী সাকিব হাসান(সদস্য), প্রকৌশলী সৌরভ আহমেদ অজিব(সদস্য),প্রকৌশলী মেহেদী হাসান মুকুল (সদস্য),প্রকৌশলী খোরশেদ আলম(সদস্য),প্রকৌশলী আফজাল হোসাইন হৃদয়। 


ডিএইব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী জনাব,মো: ইবনে ফজল সাইফুজ্জামান ও (ডিএইব) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী জনাব, মো:কাজী সাখাওয়াত হোসেন এর তত্ত্বাবধানে ৩১ বিশিষ্ট (ডিএইব)শেরপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। 


নবনির্বাচিত আহবায়ক প্রকৌশলী জনাব, মো:কাওছার আহমেদ (সুমন)বলেন,৪র্থ শিল্পবিপ্লেবের বৈশ্বিক কর্মচ্যালেনঞ্জ মোকাবেলা ও সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার টেকসই, উন্নয়ন,প্রসার ও কর্মমুখীকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর  নীতি দর্শন বাস্তবায়নে (ডিইএব) এর সুপারিশ এবং বেগম খালেদা জিয়ার নিজ হাতে গড়া সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)এই কমিটি শেরপুর জেলা বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে।