lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T14:54:17Z
ইফতার মাহফিল

সালথার গট্টিতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল

Advertisement


 

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত  কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ আসর উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ডের বর্তমান ২নং ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


হাজী সোবহানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। 


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত, কালাম মাতুব্বর, শাফিকুল, হাবিব, জব্বার খালাসি, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর, মো. নান্নু মোল্লা প্রমুখ। 


প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত ১৫ বছর গট্টি ইউনিয়ন ফ্যাসিবাদী অধীনে ছিলো স্বৈরাচারের অধীনে ছিলো। গট্টি ইউনিয়নের বহু জাতীয়বাদী দলের নেতাকর্মী শহিদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, কে এম ওবায়দুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিকরা গট্টি ইউনিয়নে গত ১৫ বছর অনেকে যারা মিটিং এ ছিলো মিছিলে ছিলো দলের সাথে বেইমানি করে নাই তারা কিন্তু ঘরে ঘুমাইতে পারে নাই। তারা মিথ্যা মামলায় জেল খাটছে, তারা ঘুমাইতে পারে নাই পরিবারের সাথে থাকতে পারে নাই । আজকে ১৫ বছর পরে এই ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিভাবে পতন হয়েছে আমাদের বছরের বছর দিনের পর দিন আমাদের বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের ছাত্রজনতা জীবন দিয়েছে বহু শিশুকে হত্যা করা হয়েছে। নগরকান্দা সালথার বহু নেতাকর্মী জেল হাজত খেটেছে দিনের পর দিন তারা নির্যাতিত হয়েছে সালথার লোকজন গট্টির লোকজন। এত ত্যাগের পরে এত অত্যাচারের পরে আমরা যেই বাংলাদেশ পেয়েছি হাসিনা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই গট্টি ইউনিয়নে প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি লস্করদিয়া ইউনিয়ন যেমন ধানের শীষের ঘাটি গট্টি ইউনিয়নও ধানের শীষের ঘাটি। 


তিনি আরও বলেন, এই উপমহাদেশের সবচেয়ে  জনপ্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন যে বাংলাদেশ গড়ার রূপকার শহিদ জিয়া যেভাবে ১৯ দফা দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র উপহার দিয়েছিলো সেই একিভাবে তার সন্তান জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকার কে বলতে চাই এখন আইনের শাসন নাই এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হইতেছে এখন অর্থনীতির অবস্থা ভালো না সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। বাংলাদেশের মানুষের সমস্যার জন্য কাজ করবে। 


এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।